শনিবার, ১৭ অক্টোবর, ২০০৯

সবকিছু হাসির বিষয় নয় ৭২

সবকিছু হাসির বিষয় নয় ৭২: ":D



(১)



বাদীঃ ধর্মাবতার, ওই লোকটা রাবণের মতো জোর করে আমার বউকে তুলে এনেছে।

বিচারকঃ বাদী যা বলছেন, সেই অভিযোগ কি সত্য?

আসামীঃ সব ঝুট হ্যায় হুজুর, উনার সাথে আমার চুক্তি অনুযায়ী কাজ করেছি।

বিচারকঃ কি রকম চুক্তি?

আসামীঃ হুজুর, আমি পুরোন মালপত্র কেনার ব্যবসা করি। আমার ঘরে যে সব মালপত্র নাই সেগুলো

ঘরে রাখি, বাদবাকী নিলামে বিক্রি করি।

বিচারকঃ তার সাথে বউহরণের কি সম্পর্ক?

আসামীঃ সম্পর্ক আছে বলেই তো বলছি হুজুর। উনি আমার সাথে চুক্তি করেছিলেন, উনার ঘরের সব

পুরোন মাল আমি তিন লাখ টাকা দামে নিয়ে আসবো। আমার কাছে সেই চুক্তিপত্রের কপি আছে, যে

চেকে অগ্রিম পেমেন্ট করেছি তার জেরক্স আছে।

বিচারকঃ হ্যাঁ, সেসব তথ্য আদালতেও জমা হয়েছে। কিন্তু উনার বউকে জোর করে তুলে নিয়ে গেলেন

কেন?

আসামীঃ হুজুর আমি হিসেব করে দেখলাম উনার বিয়ে হয়েছে ১২ বছর আগে, সেই হিসেব বউ পুরোন

হয়ে গেছে, এদিকে আমার ঘরে সব থাকলেও বউ নাই, তাই।

:[

(২)

:x

গৃহকর্তাঃ হায়,হায়, পাঁচশো বছরের পুরোন ফুলদানিটা ভেঙে ফেললেন?

অতিথিঃ যাক বাবা বাঁচা গেল, আমি ভেবেছিলাম জিনিষটা নতুন বুঝি।

:x





"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন