বিবিধ | ডোমেইন পার্কিং করে ইন্টারনেট থেকে আয়!: "

ডোমেইন পার্কিং হলো সহজ উপায়ে ডোমেইন ক্রয়ের মাধ্যমে অনলাইনে আয় করা। আপনি শুধু ডোমেইন কিনে রাখবেন। পার্কিং কোম্পানিই হোস্টিং ও বিজ্ঞাপন ডিজাইনের কাজ করবে। ডোমেইন পার্কিং এবং পিপিসি’র প্রযুক্তি একই।
ডোমেইন পার্কিংয়ের প্রকারভেদ : সাধারণত তিন ক্যাটাগরির ডোমেইন কেনা হয়।
প্রথম ভাগ হলো কোন ডোমেইন expair করেছে, কিন্তু রিনিউ হয়নি, এমন ডোমেইন। তাহলে নিশ্চিত কিছু ভিজিটর পাওয়ার নিশ্চিয়তা থাকে এবং সার্চ ইঞ্জিনে লিস্টেড থাকে। এমন ডোমেইন পাওয়া যায়, name.com, dynadot.com ইত্যাদি।
দ্বিতীয় ভাগ হলো প্রিমিয়াম ডোমেইন। এই ডোমেইনের দাম খুব বেশি হয়। কিন্তু এর থেকে লাভও সব দিক বিবেচনায় বেশি হয়। এমন ডোমেইন পাওয়া যায় sedo.com, godaddy.com, aftermarket.com ইত্যাদি।
তৃতীয় ভাগ হলো সাধারণ যেকোনো কোম্পানি থেকে ডোমেইন কিনে তা পার্কিং করা। এমন ডোমেইন কেনার সময় মনে রাখতে হবে নামটা যাতে আন্তর্জাতিক হয়। এ ক্ষেত্রে কম মূল্যে ডোমেইন প্রদান করে এমন কোম্পানি থেকেই কেনা ভালো। যেমন : expressdomain.cn
কেন ডোমেইন পার্কিং ব্যবসা লাভজনক : আমরা প্রায় সময়ই ডোমেইন খুঁজতে গিয়ে ভালো নাম না পেয়ে হতাশ হই। প্রায় সব ভালো নামই কেউ না কেউ কিনে পার্ক করে রেখে দিয়েছে। এর কারণ বর্তমানে ডোমেইনের ক্ষেত্রে নাম সঙ্কট যাচ্ছে। ফলে দেখা যাবে, আগামী তিন-পাঁচ বছর পর ভালো নামই পাওয়া যাবে না। সে ক্ষেত্রে piza.com এর মতো ডোমেইন নাম ১০ মিলিয়ন ডলার হয়ে যেতে পারে আপনার ১০ ডলার দিয়ে কেনা ডোমেইন।
ডোমেইন পার্কিং করার জরুরি তথ্য : অনেকে ডোমেইন পার্কিং ব্যবসা শুরুর পরপরই অভিযোগ করেন, খুব বেশি লাভ তো হচ্ছে না। তাদের জানা জরুরি, আপনি মাসে ৫০ হাজার ডলার শুধু মাত্র ডোমেইন পার্কিং থেকে আয় করতে পারবেন না। কিন্তু একটি ডোমেইন বিক্রি করে এর চেয়ে বেশিও আয় করা সম্ভব। এর জন্য প্রয়োজন ধৈর্য। ডোমেইন পার্কিং ব্যবসাকে রিস্ক ফিন্স বলা হয়, কেননা এক বছর যে কোম্পানিতেই ডোমেইন পার্কিংয়ে থাকুক না কেন, তাতে বছরে কিছু না হলেও রিনিউর টাকা উঠে আসে।
কোথায় করবেন ডোমেইন পার্কিং : adsense for domain, sedo.com সহ অসংখ্য সাইট রয়েছে, যেখানে ডোমেইন পার্কিং ব্যবসা করা যায়। এ ক্ষেত্রে sedo.com বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সাইট। কেননা ডোমেইন পার্কিংয়ের মাধ্যমে আয় করা ছাড়াও sedo.com এ রয়েছে ডোমেইন বিক্রি করার ব্যবস্খা।
ডোমেইন পার্কিং ব্যবসা সম্পর্কে ন্যূনতম না জেনেই অনেকে শুরু করেছে এই ব্যবসা। সে ক্ষেত্রে ভুল নাম নির্বাচনের মাধ্যমে তারা কোনো লাভের মুখ দেখছে না। এ ছাড়া পার্কিংয়ের মাধ্যমে আয় করার প্রযুক্তিটা সম্পর্কে ধারণা না থাকার ফলে শুধু ডোমেইনই কিনে যাচ্ছে। ফলে প্রতি বছর রিনিউর সময় গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। তাই পুরো পদ্ধতিটার সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে তারপর শুরু করা উচিত এই ব্যবসা। সব জানা থাকলে আজই শুরু করে দিতে পারেন ডোমেইন কেনার কাজ। তারপর ঘাপটি মেরে বসে থাকুন। বিভিন্ন সাইটে গিয়ে খোঁজখবর করতে থাকুন। বড় দান একটা বাধবেই।
সূত্র: নয়াদিগন্ত
অবসর.কম ফোরামের পরিসংখ্যান : পোস্টটি করা হয়েছে লিখেছেন এলোমেলো • বৃহস্পতিবার, অক্টোবর 08, 2009 4:58 pm • উত্তর 0 • প্রদর্শন 3
"