বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০০৯

খোলা আকাশের নীচে সিলেট শহর

খোলা আকাশের নীচে সিলেট শহর: "সিলেট শহরের জিন্দাবাজারস্হ সিটি সেন্টারের ১০ তলার ছাদে স্পাইসি নামক রেস্টুরেন্টের অবস্হান। চাইনীজ, ইন্ডিয়ান, ফাস্টফুড (লাস্টফুড*) সবই আছে। হাতের দামও নাগালে। তবে খাওয়ার জন্য নয়, এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে খোলা আকাশের নীচে একমাত্র পশ্চিম দিক বাদ দিয়ে বাকী তিন দিক থেকে পুরো সিলেট শহরকে দেখা যায়। ছবি দেখুন। যারা সিলেটে বেড়াতে আসবেন সময় নিয়ে সেখানে গেলে ভাল লাগবে।





শহরের দক্ষিণ-পূর্বাংশ









রেস্তোরার একাংশ









উপর থেকে দেখা মন্দিরে চূড়া





শহরের উত্তরাংশ









জিন্দাবাজারের ব্যস্ততম একমুখী সড়ক

__________________________



*আমার এক ভাগ্নে আছে সে সব সময় ফাস্ট ফুডের সাথে লাস্ট ফুড শব্দটি ব্যবহার করে। এসব জিনিস যে পরিবেশে তৈরি করা হয় তা যে মানসম্মত হয় না তা আমরা সবাই জানি। তার মতে এই ফাস্ট ফুডই জীবনের লাস্ট ফুড হতে পারে !!! ভয় পাওয়ার কিছু্‌ই নেই। জাস্ট ফান ;) "

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন