
ডোমেইন পার্কিং হলো সহজ উপায়ে ডোমেইন ক্রয়ের মাধ্যমে অনলাইনে আয় করা। আপনি শুধু ডোমেইন কিনে রাখবেন। পার্কিং কোম্পানিই হোস্টিং ও বিজ্ঞাপন ডিজাইনের কাজ করবে। ডোমেইন পার্কিং এবং পিপিসি’র প্রযুক্তি একই।
ডোমেইন পার্কিংয়ের প্রকারভেদ : সাধারণত তিন ক্যাটাগরির ডোমেইন কেনা হয়।
প্রথম ভাগ হলো কোন ডোমেইন expair করেছে, কিন্তু রিনিউ হয়নি, এমন ডোমেইন। তাহলে নিশ্চিত কিছু ভিজিটর পাওয়ার নিশ্চিয়তা থাকে এবং সার্চ ইঞ্জিনে লিস্টেড থাকে। এমন ডোমেইন পাওয়া যায়, name.com, dynadot.com ইত্যাদি।
দ্বিতীয় ভাগ হলো প্রিমিয়াম ডোমেইন। এই ডোমেইনের দাম খুব বেশি হয়। কিন্তু এর থেকে লাভও সব দিক বিবেচনায় বেশি হয়। এমন ডোমেইন পাওয়া যায় sedo.com, godaddy.com, aftermarket.com ইত্যাদি।
তৃতীয় ভাগ হলো সাধারণ যেকোনো কোম্পানি থেকে ডোমেইন কিনে তা পার্কিং করা। এমন ডোমেইন কেনার সময় মনে রাখতে হবে নামটা যাতে আন্তর্জাতিক হয়। এ ক্ষেত্রে কম মূল্যে ডোমেইন প্রদান করে এমন কোম্পানি থেকেই কেনা ভালো। যেমন : expressdomain.cn
কেন ডোমেইন পার্কিং ব্যবসা লাভজনক : আমরা প্রায় সময়ই ডোমেইন খুঁজতে গিয়ে ভালো নাম না পেয়ে হতাশ হই। প্রায় সব ভালো নামই কেউ না কেউ কিনে পার্ক করে রেখে দিয়েছে। এর কারণ বর্তমানে ডোমেইনের ক্ষেত্রে নাম সঙ্কট যাচ্ছে। ফলে দেখা যাবে, আগামী তিন-পাঁচ বছর পর ভালো নামই পাওয়া যাবে না। সে ক্ষেত্রে piza.com এর মতো ডোমেইন নাম ১০ মিলিয়ন ডলার হয়ে যেতে পারে আপনার ১০ ডলার দিয়ে কেনা ডোমেইন।
ডোমেইন পার্কিং করার জরুরি তথ্য : অনেকে ডোমেইন পার্কিং ব্যবসা শুরুর পরপরই অভিযোগ করেন, খুব বেশি লাভ তো হচ্ছে না। তাদের জানা জরুরি, আপনি মাসে ৫০ হাজার ডলার শুধু মাত্র ডোমেইন পার্কিং থেকে আয় করতে পারবেন না। কিন্তু একটি ডোমেইন বিক্রি করে এর চেয়ে বেশিও আয় করা সম্ভব। এর জন্য প্রয়োজন ধৈর্য। ডোমেইন পার্কিং ব্যবসাকে রিস্ক ফিন্স বলা হয়, কেননা এক বছর যে কোম্পানিতেই ডোমেইন পার্কিংয়ে থাকুক না কেন, তাতে বছরে কিছু না হলেও রিনিউর টাকা উঠে আসে।
কোথায় করবেন ডোমেইন পার্কিং : adsense for domain, sedo.com সহ অসংখ্য সাইট রয়েছে, যেখানে ডোমেইন পার্কিং ব্যবসা করা যায়। এ ক্ষেত্রে sedo.com বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সাইট। কেননা ডোমেইন পার্কিংয়ের মাধ্যমে আয় করা ছাড়াও sedo.com এ রয়েছে ডোমেইন বিক্রি করার ব্যবস্খা।
ডোমেইন পার্কিং ব্যবসা সম্পর্কে ন্যূনতম না জেনেই অনেকে শুরু করেছে এই ব্যবসা। সে ক্ষেত্রে ভুল নাম নির্বাচনের মাধ্যমে তারা কোনো লাভের মুখ দেখছে না। এ ছাড়া পার্কিংয়ের মাধ্যমে আয় করার প্রযুক্তিটা সম্পর্কে ধারণা না থাকার ফলে শুধু ডোমেইনই কিনে যাচ্ছে। ফলে প্রতি বছর রিনিউর সময় গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। তাই পুরো পদ্ধতিটার সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে তারপর শুরু করা উচিত এই ব্যবসা। সব জানা থাকলে আজই শুরু করে দিতে পারেন ডোমেইন কেনার কাজ। তারপর ঘাপটি মেরে বসে থাকুন। বিভিন্ন সাইটে গিয়ে খোঁজখবর করতে থাকুন। বড় দান একটা বাধবেই।
সূত্র: নয়াদিগন্ত
অবসর.কম ফোরামের পরিসংখ্যান : পোস্টটি করা হয়েছে লিখেছেন এলোমেলো • বৃহস্পতিবার, অক্টোবর 08, 2009 4:58 pm • উত্তর 0 • প্রদর্শন 3
"
1 মন্তব্য(গুলি):
ডোমেইন পার্কিং : কোটি টাকার অনলাইন ব্যবসা
ইন্টারনেটের অবদান কম-বেশি আমরা জানি। আমরা যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তারা সবাই পকেট খরচ চালানোর জন্য পার্টটাইম জবের কথা চিন্তা করি । অনেক ক্ষেত্রে সময়ের অভাবে এসব করা সম্ভব হয় না। কিন্তু ইন্টারনেটে এমন কিছু পথ রয়েছে যার মাধ্যমে খুব সহজেই আয় করতে পারেন এবং এর জন্য কোনো বিষয়ে বিশেষ দক্ষতা কিংবা অধিক সময় নষ্ট করার প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট জানা থাকলে এবং এ বিষয়ে কিছু ধারণা থাকলেই চলবে। ইন্টারনেটে এমনই একটি আয়ের মাধ্যম ডোমেইন পার্কিং। ডোমেইন পার্কিং হলো সহজ উপায়ে ডোমেইন ক্রয়ের মাধ্যমে অনলাইনে আয় করা। আপনি শুধু ডোমেইন কিনে পার্কিং করে রাখবেন। পার্কিং কোম্পানিই হোস্টিং এবং বিজ্ঞাপন ডিজাইনের কাজ করবে। ডোমেইন পার্কিং এবং পিপিসি-এর প্রযুক্তি একই।
ডোমেইন পার্কিং কি?
ধরুন আপনি ভালো মানের একটি ডোমেইন কিনে রেখেছেন যার চাহিদা ভবিষ্যতে বাড়তে পারে, কিন্তু এতদিনে ডোমেইনটি ফেলে না রেখে সেটিকে বিক্রির জন্য কোনো ওয়েবসাইটে রাখার নাম ডোমেইন পার্কিং। যেমন ধরুন http://worldcupcric.com এই ডোমেইনটির চাহিদা এক সময় বাড়তে পারে। কারণ সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ এবং এই ইভেন্টকে সামনে রেখে অনেকে খেলার খবর জানার জন্য ওয়েবসাইটে সার্চ করবে। সেই ক্ষেত্রে এই ডোমেইনটি হতে পারে সবচেয়ে উপযুক্ত। অর্থাৎ আপনি যদি কোনো ডোমেইনের মালিক হন তাহলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে পার্ক করে রাখলে যদি কেউ ওই ডোমেইন ভিজিট করে তাহলে কিছু ওয়েব পেজ দেখা যাবে। আপনার ওয়েব পেজে ভিজিটর ক্লিক করলে আপনার এ্যাকাউন্টে টাকা জমা হবে। এই পদ্ধতির নাম ডোমেইন পার্কিং।
ডোমেইন পার্কিং কতটা লাভজনক?
ভালো ডোমেইন নিয়ে যদি পার্ক করেন তাহলে অবশ্যই সেটি ভালো দামে বিক্রি হবে। এ ক্ষেত্রে একটি উদাহরণ দেয়া যেতে পারে। মাত্র ১০ ডলারে কেনা Paybank.com ৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বারাক ওবামার নামে কেনা একটি ডোমেইন এখন পর্যন্ত ২১ লাখ ডলার দাম উঠেছে। শুধুই কি বড় দামের আশায় ডোমেইন পার্ক করবেন? না, কারণ বড় দামের আশায় ডোমেইন পার্ক করলে কবে প্রত্যাশিত দাম পাবেন তা বলা দুরূহ। যদি আপনি কয়েক শ ডলারে ডোমেইন বিক্রির চিন্তা করেন তাহলে খুব সহজেই এর ক্রেতা পাবেন। কারণ একটি ডোমেইনের দাম মাত্র ৭৫০ টাকা বা ১০ ডলার। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে ১০ ডলারে কেনা একটি ডোমেইন কেনার পর যদি বিক্রি করতে না পারেন তাহলে প্রতিবছর ডোমেইন রিনিউ করতে হবে, এতে ক্ষতি হবার সম্ভাবনা আছে। ক্ষতি হবার কোনো কারণ নেই, আপনি যে ওয়েবসাইটে ডোমেইনটি পার্ক করবেন সেখান থেকে আপনার কম হলেও ডোমেইন রিনিউ করার ফি উঠে আসবে। আরেকটি লাভ হবে সেটি হলো : আপনার ডোমেইনের ট্রাফিক বৃদ্ধি পাবে, যেটি ডোমেইন বিক্রি হবার অন্যতম কারণ।
কীভাবে করবেন ডোমেইন পার্কিং?
অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ডোমেইন পার্কিং করতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন পার্কিং ওয়েবসাইট হলো www.sedo.co.uk। এটিই ডোমেইন পার্কিংয়ের সবচেয়ে ভালো জায়গা। এ ছাড়া গুগল এডসেন্স-এ ডোমেইন পার্কিং করা যায়। এখানে আমি শুধু www.unipaybank.com -এ কীভাবে ডোমেইন পার্কিং করা যায় সে সম্বন্ধে আলোচনা করছি।
money exchange -তে ডোমেইন পার্ক করার নিয়ম
আপনি যদি একটি ডোমেইনের মালিক হোন তবে খুব সহজেই এখানে পার্ক করতে পারেন। প্রথমে আপনার সঠিক ইনফরমেশন দিয় সাইনআপ করুন। শুধু সাইনআপ করলেই এ্যাকাউন্ট পুরোপুরি এ্যাকটিভ হয় না। এ্যাকাউন্ট তৈরি হবার পর লগ ইন করে আপনার হোম পেজ আসলে মাই স্যাডো নামক লিংকে ক্লিক করুন। সেখানে এ্যাকাউন্ট পুরোপরি এ্যাকটিভেট করার জন্য একটি পেজ আসবে। এখানে সার্টিফাই নামক লিংকে ক্লিক করলেই একটি মেইল আসবে। মেইলের সঙ্গে এটি পিডিএফ ফর্ম পাবেন, সেটি ডাউনলোড করে এর নির্দেশনাবলী অনুযায়ী পূরণ করে এবং উক্ত পেজটি স্ক্যান করার পর মেইল করে পাঠিয়ে দিন। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর একটি নিশ্চিতকরণ মেইল পাবেন। এর পর থেকে আপনার এ্যাকাউন্ট পুরোপুরি এ্যাকটিভ।
এবার লগ ইন করার পর আপনার ডোমেইনটি যুক্ত করুন। আপনি ইচ্ছা করলে এটি বিক্রি করার জন্য এর দাম উল্লেখ করে দিতে পারেন। ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ডোমেইনটি পার্ক ডোমেইন হিসেবে এ্যাকটিভ হয়ে যাবে। যেমন : money exchange ডোমেইনটি sedo-তে পার্কিং করা হয়েছে এবং এটি বিক্রি করার জন্য দাম নির্ধারণ করা হয়েছে। যদিও এই ডোমেইনটি ফ্রি 10 USD কিন্তু নামটি গুরত্বপূর্ণ হওয়ার কারণে buyer ডোমেইনটি কিনতে পারে। আপনি ইচ্ছে করলে ফ্রি ডোমেইন দ্বারা পার্কিং করতে পারেন। তবে অবশ্যই সেই ডোমেইনের DNS থাকতে হবে। তবে কমার্শিয়াল ডোমেইন ব্যবহার করা ভালো।
একটি মন্তব্য পোস্ট করুন