যেভাবে Neobux থেকে ডলার আনবেন: "বাংলাদেশে Neobux সহ সকল PTC সাইট থেকে ডলার আনার একটি মাএ মাধ্যম আছে। তা হল Alert pay । Neobux থেকে যা আয় করবেন তা transfer করে Alert pay তে নিয়ে যাবেন। আর Alert pay থেকে ডলার চেক আকারে অথবা যদি ক্রেডিট কার্ড থাকে এ মাধ্যমে পাবেন। Alert pay সারা বিশ্বের একটি স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এই পর্যন্ত এর কোন নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। Alert pay থেকে ২০ডলারের নিচে চেক আনা যায়না কিন্তু ক্রেডিট কার্ড থাকলে আরও অনেক কম ব্যালেন্স হলেও আনা যায়। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তাহল Neobux এ একাউন্ট খোলার সময় Alert pay email অপশনটিতে যে ইমেইল address দিয়েছেন সেই ইমেইল address দিয়ে Alert pay একাউন্টটি খুলতে হবে। ভয়ের কোন কারন নেই অন্য ইমেইল দিয়ে Alert pay একাউন্ট খুললে সেটি পরে Neobux এর Alert pay email হিসেবে change করে নিতে পারেন। Neobux ডলার দিবে Alert pay একাউন্টে।Alert pay তে একাউন্ট খোলার সময় আপনার বাসার ঠিকানা দিতে হবে ওই ঠিকানায় Alert pay ডলারের চেক পাঠিয়ে দিবে।
যাহোক এখন একটি একাউন্ট খোলা যাক। এখানে ক্লিক করে একাউন্ট খুলুন
১. Sign Up now এ ক্লিক করুন,২ নম্বর অপশনের Choose your account type এর Personal Pro এর রেডিও বাটনে ক্লিক করে Next । একটি ফরম আসবে এতে সব তথ্য দিন এখানে যে ঠিকানা দিবেন সেখানে চেক আসবে। Address line 2 ফাকা রাখুন। তারপরে Next ক্লিক করুন। আবার একটি ফরম আসবে এটি পূরন করুন, একটি কথা খেয়াল রাখবেন Neobux এর ইমেইল Address ও Alert pay এর ইমেইল Address একই হতে হবে। Transaction PIN দিন এটি আরও গুরুত্বপূর্ন অবশ্যই মনে রাখতে হবে টাকা তোলার সময় এটি লাগবে। Security Question দুটি দিয়ে Answer লিখে দিন।Word Verification দিয়ে User Agreement এর নিচের বক্সটিতে টিক দিয়ে Register এ ক্লিক করুন।
২. আপনার ইমেইল Address এ একটি ইমেইল আসবে সেখানে একটি লিংক থাকবে সেটাতে ক্লিক করুন একাউন্ট হয়ে যাবে।
৩. লগ ইন করে দেখুন। এখানে কাজ শেষ নয় আরও কাজ বাকি আছে। যে একাউন্টটি খুললেন তা এখনও আ্যাকটিভ হয়নি। এটিকে আ্যাকটিভ করলেই ডলার আনা নেওয়া করতে পারবেন।
৪.আ্যাকটিভ করতে নিচের যেকোন একটি ( photo Id )
* Driver's license
* Passport
* State ID, Country ID or Photo Medical ID
এবং এখানকার নিচের যেকোন একটি( proof of address )
* Utility Bill
* Phone bill
* Credit card statement
* Bank Statement
মোট দুটি proof লাগবে। যেমন আমি Country ID ও Bank Statement দিয়ে একাউন্টটি আ্যাকটিভ করেছি। proof of address এর জন্য যে বিল কপিটি সাবমিট করবেন তাতে অবশ্যই আপনার নাম ও ঠিকানা স্পস্ট থাকতে হবে। যদি আপনি কোন বাড়িতে ভাড়া থাকেন তাহলে সেই বাড়ির current bill দিয়ে কাজ হবেনা। সেক্ষেত্রে Bank Statement ব্যবহার করতে পারেন যা আমি করেছি।
৫. এই ডকুমেন্টস্ গুলো রেডি করে রাখেন। ডকুমেন্টস্ গুলোর স্ক্যানিং করে রাখবেন, স্ক্যানিং কপি Alert pay তে জমা দিতে হবে। এর পরের পোস্টে শেখানো হবে কীভাবে কী করবেন। পরবর্তী পোস্ট ঈদের পর দেওয়া হবে।
সাহায্যের জন্য ইমেইল করুন
emonfine@gmail.com"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন