সোমবার, ৫ অক্টোবর, ২০০৯

আদিবাসী সুর, আদিবাসী গান

আদিবাসী সুর, আদিবাসী গান: "

আজ এ গানের তালে হৃদয় দোলে

মিঠে বাতাস যায় রে বয়ে

হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মন দোলে

ও লো সুজন আমার ঘরে তবু আইলো না

এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না?



ঐ কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে

এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে

ওই দূরে কোথাও রাখাল বাঁশি পাগল হাওয়ায় ভাসে

ও লো সুজন আমার ঘরে তবু আইলো না

এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না?



নাক সেজেছে নাকছাবিতে কান সেজেছে দুলে

কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চুলে

ঐ পচিম কোণে সুয্যি ডোবে আন্ধারে মন কাঁদে

ও লো সুজন আমার ঘরে তবু আইলো না

এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না?




ডাউনলোড :-"



শুরু করলাম একটা সাঁওতালী সুরে গাওয়া বাংলা গান দিয়ে। গানে গানে ভালোবাসা এলবামে অঞ্জন দত্তের গাওয়া আমার প্রিয় একটা গান।







আমার চেহারায় মনে হয় কিছুটা আদিবাসী ভাব আছে। ছোট কুতকুতে চোখ, বোচা নাক...রাঙ্গামাটিতে এ নিয়ে বন্ধুরা কম ত্যক্ত করেনি। যাই হোক, দু-দুবার ব্যাকটুব্যাক রাঙ্গামাটি ট্যুর দেয়ায় আদিবাসী আর তাদের সংস্কৃতির প্রতি আমার যে অল্প-স্বল্প টান তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে এ লেখার আগমন। আদিবাসী গান নিয়েই এই পোস্ট। দুয়েকটা গান আদিবাসী সুরের ঢঙ্গে গাওয়া, একটু অদ্ভূত টানে গাওয়া বাংলা গান। উপরের প্রথম গানটার কথা তো বললাম ই, বলা হয়নি এলবামটার কথা। এ লেখায় প্রাসঙ্গিক না হলেও বলে রাখি, বাংলাদেশের নিমা রহমান আর কোলকাতার অঞ্জন দত্তের কথোপকথন ধরণের এলবাম। দুটো মানুষের চিঠি চালাচালি, আর ফাঁকে ফাঁকে গান। বেশ কয়েকটা ভালো গান রয়েছে এলবামটায়। আপাতত উপরের একটা গানই শুনে দেখুন।









এরকম কিছুটা আদিবাসী টানে গাওয়া আরেকটা বাংলা গানঃ লাল পাহাড়ির দেশে যা... কোলকাতার ব্যান্ড ভূমির কন্ঠে বেশ লাগে। শুনতে শুনতেই পাহাড়ের দেশে চলে যাবার অনুভূতি হয়।





লাল পাহাড়ি দেশে যা

রাঙ্গামটির দেশে যা

ইত্থাক তুকে মানাইছে না রে

ইক্কেবারে মানাইছে না রে





লাল পাহাড়ি দেশে যাবি

হাঁড়ি আর মাদল পাবি

মেয়ে মরদের আদর পাবি রে

ও নাগর...

ও নাগর...

ইক্কেবারে মানাইছে না রে



লাল পাহাড়ি দেশে যা

রাঙ্গামটির দেশে যা

ইত্থাক তুকে মানাইছে না রে

ইক্কেবারে মানাইছে না রে





নদীর ধারে শিমুলের ফুল

নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা

সকালে ফুটিবে ফুল

মনে ছিল আশা রে, এমন ছিল আশা

তুই ভালোবেসে গেলি চলে

কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা?



লাল পাহাড়ি দেশে যা

রাঙ্গামটির দেশে যা

ইত্থাক তুকে মানাইছে না রে

ইক্কেবারে মানাইছে না রে





ভাদর মাসে ভাদু পূজা

ভাদু গানের ঘটা

ঐ কালো মেয়েটার মন মজেছে

গলায় দিব মালা রে তার গলায় দিব মালা

তুই মরবি তো মরে যা, ইকেবারে মরে যা

মরবি তো মরে যা, ইকেবারে মরে যা

ইত্থাক তুকে মানাইছে না রে

ও নাগর...

ও নাগর...

ইক্কেবারে মানাইছে না রে




ডাউনলোড :-"









সম্প্রতি অর্ণব আর তার বন্ধুরা নতুন এলবাম অর্ণব এন্ড ফ্রেন্ডস লাইভে এ গানটাই আবার গেয়েছেন। যদিও কথায় বেশ কিছু পরিবর্তন এসেছে, আমার ধারণা গানটা লোকজ একটা গান। মানুষের মুখে মুখেই গানের কথা পাল্টে গেছে। অর্ণবের কন্ঠে গানটায় আদিবাসী টানটাও কম এসেছে। তারপরেও দুটো দুরকম সুন্দর। শুনে দেখুন অর্ণব আর তার বন্ধুদের গাওয়া গানটা।



লাল পাহাড়ির দেশে যা

রাঙ্গামাটির দেশে যা

এখানে তোকে মানাইছে নায় গো

এক্কেবারে মানাইছে নায় গো





আরে ওখানে গেলে মাদল পাবি

মেয়ে মরদের আদর পাবি

মরবি তুই মরে যা

এক্কেবারে মরে যা

এখানে তোকে মানাইছে নায় গো

এক্কেবারে মানাইছে নায় গো



আরে নদীর ধারে শিমুলের ফুল

নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা

কাল সকালে ফুটিবে ফুল

মনে ছিল আশা রে, মনে ছিল আশা

তুই ভালোবেসে গেলি চলে

কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা?

মরবি তুই মরে যা

এক্কেবারে মরে যা

এখানে তোকে মানাইছে নায় গো

এক্কেবারে মানাইছে নায় গো




ডাউনলোড :-"









ফড়িং এলবামে সাধনার একটা গানঃ চন্দ্র জাগিছে :-"









সাম্প্রতিক মনচোরা এলবামে টি. ডব্লিউ সৈনিক গেয়েছেন এমনি দুটো গান, আদিবাসী ঢঙ্গে গাওয়া।

১. আম পাতা :-"

২. হাড়িয়া রে :-"

বাংলা ভাষার হলেও কিছু শব্দ দুর্বোধ্য, তাই ভুলভাল লিরিকস আর দিলাম না। তবে শুনে দেখুন, ভালো লাগবে। এর মধ্যে হাড়িয়া রে গানটা চা বাগানের সাওতালীদের গান।







সব শেষে রইলো সত্যিকারের আদিবাসী গান। এতোক্ষণ ধরেই অনেক গানের কথা বললাম। তবে এর প্রতিটাই বাংলা গান, আদিবাসী ঢঙ্গে আদিবাসী সুরে গাওয়া। এবারে যে পাঁচটা গানের লিঙ্ক দিলাম, এ পাঁচটা গানই আদিবাসী ভাষায় আদিভাষী সুরে গাওয়া পুরোপুরি আদিবাসী গান। গানগুলো রাঙ্গামাটি থেকে সংগ্রহ করেছিলাম।



গান পাঁচটা ডাউনলোডের লিঙ্কঃ :-"

http://www.box.net/shared/vr2jfaurn8

http://www.box.net/shared/nq7u9xhsmz

http://www.box.net/shared/5dm45otb8p

http://www.box.net/shared/5vprxb55nr

http://www.box.net/shared/lnujacd1ee



এ পাঁচটা শুনে আরও শুনতে আগ্রহী হলে এ ফোল্ডারটি দেখতে পারেন । ফোল্ডারের ট্রাক ১,২,৩,৪,৬ এর লিঙ্ক উপরে দেয়া হয়েছে।





ভালো থাকুন। ঈদ মোবারক।



ছবিসূত্র"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন