শুক্রবার, ৯ অক্টোবর, ২০০৯

এরকম খবর আরও শুনতে চাই

এরকম খবর আরও শুনতে চাই: "'রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে অতি সতর্ক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার তিনি প্যারিস যাচ্ছেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কো স্থায়ী প্রতিনিধি এনামুল কবিরের সঙ্গে ফোনালাপে নাহিদ তার জন্য যে কোন সাধারণ মানের একটি হোটেলে একটি সাধারণ কক্ষ বুকিং দিয়ে রাখার অনুরোধ করেছেন। তিনি রাষ্ট্রদূতকে বলেছেন, আমি গরিব দেশের জনগণের প্রতিনিধি। জনগণের টাকা আমার বিলাসিতায় ব্যয় করার জন্য নয়। কোন রকম রাত কাটিয়ে কাজ করতে পারলেই হয়। যত কম মূল্যে সম্ভব বিমানের টিকেট করতেও তিনি মন্ত্রণালয়ের সংশিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিন সপ্তাহব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে ৫ অক্টোবর, শেষ হবে ২৬ অক্টোবর। শিক্ষামন্ত্রী এক সপ্তাহ সেখানে অবস্থান করে ১২ অক্টোবর দেশে ফিরে আসবেন। ওইদিনই যাবেন শিক্ষা সচিব। মন্ত্রী জানিয়েছেন, এবার ইউনেস্কো বোর্ডের সদস্য পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি এজন্য সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে লবিং করবেন তিনি। সেখানকার রাষ্ট্রদূতও এ ব্যাপারে লবিং চালিয়ে যাচ্ছেন। সূত্র জানায়, এর আগে মালয়েশিয়ায় কমনওয়েলথ শিক্ষামন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। সেখানে গিয়ে তিনি দেখেন হোটেলে তার জন্য একটি ভিআইপি কক্ষ রাখা হয়েছে। তাৎক্ষণিক তিনি হোটেল কর্তৃপক্ষকে ডেকে ভিআইপি কক্ষটি পরিবর্তন করে একটি সাধারণ কক্ষ নিয়েছিলেন। জার্মানি সফরকালেও হোটেলের সাধারণ কক্ষে থেকেছেন তিনি। নুরুল ইসলাম নাহিদ মন্ত্রী হিসেবে বিদেশ সফরকালে কখনও পিএস কিংবা এপিএসকে সঙ্গে নেননি। ঢাকার বাইরে সফরকালে তিনি সবসময় একটি গাড়ি নিয়ে যান। সফরসঙ্গী পিএস, এপিএসকে আলাদা গাড়ি ব্যবহার করতে দেন না। তার বক্তব্য, প্রয়োজন ছাড়া কেন রাষ্ট্রীয় অর্থে জ্বালানি ব্যয় হবে। যেখানে একটা গাড়িতে যাওয়া যায়, সেখানে কেন একাধিক গাড়ি নিতে হবে। নির্বাচনী এলাকায়ও তিনি খুবই সাধারণভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।'"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন