নারীর সৌন্দর্য শাড়ীতেই: "নারীর সৌন্দর্যের পেছনে একটু ঘুরাঘুরি করে এলাম। সৌন্দর্যের পূজারী না হলে কি চলে? ভাবলাম কিছু ছবি এখানে শেয়ার করি। সবগুলো ছবিই ধার করা (এত নারীর ছবি কি আর নিজে তুলা সম্ভব, কখন আবার কে দ্রুত বিচার ধারায় ডুকিয়ে দেবে)।
এবার ক্ষান্ত দিলাম। অনেক ঘুরেছি, আর ঘুরতে পারি না। এবার পানশালার পথে ছুটি। "
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন