ফায়ারফক্সে সহজেই চালু করুন গুগলের ...: "দিনে দিনে গুগল তাদের সেবার পরিসর বাড়িয়ে চলেছে। গুগলের এসব সেবাগুলোর
মধ্যে দরকারীটা যদি এক ক্লিকে চালু করা যেত তাহলে বেশ সুবিধায় হতো।
ফায়ারফক্সে একটি এ্যাড-অন্স দ্বারা সহজেই গুগলের সকল সার্ভিস চালু করা
যায়। এজন্য জিবাটস্ নামের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/3576 থেকে ইনস্টল করে নিন।
এবার ফায়ারফক্স রিস্টার্ট করার পরে View মেনু থেকে Tool bars>Customize
এ যান এবং GButts ড্রাগ করে এনে যেকোন টুলবারে বা মেনুবারে রাখুন। এবার
গুগলের যে যে সেবা দেখতে চান তা সেটিং থেকে চেক করে আসুন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন