
http://admission24.com/ সাইটটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজের একটা ওয়েবসাইট। এতে -
- Schools
- Colleges
- Public Universities
- Defense (Army, Navy, Airforce)
- Private Universities
- Public Medical Colleges
- Private Medical Colleges
- Polytechnic Institutes
- Foreign Studies
- Scholarships
- Student Visa
- Admission Test Results
ইত্যাদি অনেক তথ্য পাওয়া যাবে বাংলায়। যেমন বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কয়েকটি টপিক-
দেশ-বিদেশে ভর্তি ও পড়াশোনাঃ সিদ্ধান্ত নিন জেনেশুনে
১.রাশিয়াতে উচ্চশিক্ষা
২.নরওয়েতে উচ্চশিক্ষা
৩. যুক্তরাজ্যে উচ্চশিক্ষা
৪. যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
৫. জার্মানিতে পড়াশোনা
৬.কানাডায় পড়াশোনা
৭নরওয়েতে উচ্চশিক্ষা
৮. অস্ট্রেলিয়ায় বৃত্তিঃ অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ
৯. জাপানে বৃত্তিঃ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য
১০.ফ্রান্সে উচ্চশিক্ষা
১১.চীনে উচ্চশিক্ষা
১২.দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা
১৩. ফিনল্যান্ডে উচ্চশিক্ষা
১৪.আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা
১৫.থাইল্যান্ডে উচ্চশিক্ষা
এছাড়াও এইচএসসির পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, এসএসসির পর বিভিন্ন কলেজে ভর্তির তথ্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে সাইটটিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাইটটি বাংলায়। তাই, এটি পড়ে বুঝতে পারবেন না এরকম লোক পাওয়া কঠিন। আশা করি সাইটটি ভাল লাগবে আপনাদের।
Posted in তথ্য, বাংলায় টেকনোলোজি, শিক্ষা

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন