ফিড বক্স খুব সহজেই ব্যাবহার করতে পারেন গুগলের ফিড বার্নার সার্ভিসটির মাধ্যমে। এজন্য প্রথমেই এই লিংকে যান
তবে এটি আপনি ফিডবার্নার ডট কম বা এডসেন্স ফর ফিড থেকেও করতে পারেন। সাইন
ইন এর পর নিচের মত যে পেজটি আসবে সেখানে আপনার সাইট বা ব্লগ এর ফিড এর
ঠিকানাটি দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
এরপর পরপর কয়েকটি পেজটি আসবে প্রত্যকটিতেই নেক্সট এ ক্লিক করুন। এরপর
নিচের মত পেজটি আসলে ছবিতে দেখানো পাবলিসাইজ ট্যাবটিতে ক্লিক করুন।
এরপর পাবলিসাইজ ট্যাবটি ওপেন হলে ছবিতে দেখানো ই-মেইল সাবস্ক্রিপশনে ক্লিক করুন।
এখানে একটিভ বাটনটিতে ক্লিক করে সার্ভিসটি এ্যাকটিভ করে নিন। এরপর যে
পেজটি আসবে তাতে ভাষা এবং ব্লগের ধরন সিলেক্ট করে সেভ করুন এবং বক্স এর
জন্য যে কোডটি আছে তা আপনার ব্লগ বা সাইটে কপি পেস্ট করুন। (এটা মূলত
ব্লগস্পটের জন্য অন্যান্যগুলোর জন্য কিছুটা ভিন্ন হবে শেষদিকে।)
1 মন্তব্য(গুলি):
how can i add feed burner in my
wprdpress blog?
একটি মন্তব্য পোস্ট করুন