বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা সিলেট। শিল্প ব্যবসা বানিজ্যে যেমন জেলাটির সুনাম রয়েছে, তেমনি বাংলাদেশের লন্ডন খ্যাত এই বিভাগীয় জেলাটির রয়েছে প্রাকৃতিক রূপ বৈচিত্রের খ্যাতি। জেলাটির নাগরিক সকল সুবিধায় স্বয়ং সম্পূর্ন হলেও এখন আপমার জনতা একটি নতুন সমস্যার মুখমুখি হচ্ছেন আর তা হল এই শহরে নেই কোন ডেটিং স্পট । ফলে প্রেমিক প্রেমিকারা যেমন সমস্যার মুখমুখি হচ্ছেন তেমনি নানা বিব্রতকর অবস্থার মুখমুখি হতে হচ্ছে সাধারন জনগনকে। ডেটিং স্পট না থাকার কারনে প্রেমিক প্রেমিকারা রিকশা করে ঘুরে বেড়াচ্ছেন শহরে নতুবা পাড়ি জমাচ্ছেন বিভিন্ন রেষ্টুরেন্ট এ। হবু দম্পতিদের জন্য অনেকে পরিবার পরিজন নিয়ে রেষ্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে বেড় হয়েও রেষ্টুরেন্টে খাওয়ার স্থান না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বাসাতে। অনেকে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়িয়েও পড়ছেন নানা বিব্রতকর অবস্থায়। কারন ঘুরে বেড়ানোর স্থান গুলো আজ আর ফাকা নেই, ভরে গেছে কপোত কপোতীতে। এ ব্যপারে নগরীর বন্দর বাজারের এক ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, 'এতা পুয়া পুরিনে যেতা করের অতা দেকিয়া আমরার মাতা হেড অই যার।'
শুধুযে সাধারন জনতা বিব্রতকর পরিস্থিতির মুখমুখি হচ্ছেন তা নয় জুটিগুলোও পড়ছেন নানা বিপদের মুখে। এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেমিক বলেন, 'আমি একদিন রেষ্টুরেন্টে খাওয়া শেষে বিল দিতে গিয়ে দেখি আমার আব্বাও খাওয়া শেষে বিল দিচ্ছেন। ফলে প্রেমিকা সহ আব্বার হাতে কট হলাম। তখন আমাদের বিলটা আব্বা দিলেও বাসায় এসে আমার উপর তার শোধ নিয়েছেন।'
এছাড়াও শহরের কিছু ধর্ম প্রাণ মানুষ জানিয়েছেন, প্রেমিক প্রেমিকাদের কারনে পূণ্যভূমি সিলেট দিন দিন তার পবিত্রতা হারাচ্ছে।
এসব সমস্যা থেকে পরিত্রানের উদ্দেশ্যে নগরীর সবার এখন একটাই দাবি শহর থেকে দূরে করা হোক পার্ক বা উদ্যান কাম ডেটিং স্পট। কতৃপক্ষ কি এ ব্যাপারটা একবার ভেবে দেখবেন?
-আজব
জুনিয়র রিপোর্টার।
(বিঃ দ্রঃ প্রতিবেদনটি সম্পূর্ণ ভূয়া ও বানোয়াট, কেউ পড়ে কষ্ট পেলে দুঃক্ষিত)"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন