বুধবার, ৭ অক্টোবর, ২০০৯

কি এমন বাঁধন

কি এমন বাঁধন: "চুমিনি হীরক, কিংবা হেমলক,ছোট্ট বিষের বড়ি,

তবুও, কিসের ব্যথায় নিত্য ছটফট করি।

বাধিনি তারে সোনার শিকলে, কিংবা রশি দিয়ে,

গলায় দেইনি সাত নরি হার, নুপুর দেইনি পায়ে।

নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে,

তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।।"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন