বুধবার, ৭ অক্টোবর, ২০০৯

ফটোব্লগ: বান্দরবান

ফটোব্লগ: বান্দরবান: "অনেক বছর ধরে তথ্য সাংবাদিকতার পেশাগত কাজে তো বটেই, বিভিন্ন সময় বেড়াতেও যাই দুর্গম পাহাড়ে। এর মধ্যে বান্দরবানের পাহাড় আমার খুব প্রিয়। প্রতিবছর একাধিকবার বান্দরবানে গিয়েছি, এমনও হয়েছে।



এখানে দেওয়া ফটোব্লগের ছবিগুলো বছর দুয়েক ধরে বিভিন্ন সময় তোলা। কিছু ছবি তুলেছি ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে কুয়াশার ভেতর। ছবিতেও কুয়াশার খানিকটা ধরা পড়েছে।



আর বিনয় করে বলি, আমি ফটো সাংবাদিক নই; ছবি তোলা আমার একটি শখ মাত্র। তাই ছবিগুলোতে ব্যাকারণগত ত্রুটি থাকলে তা মার্জনীয়।

---

১। শঙ্খনদী: শঙ্খ যাইও বন্ধুর বাড়ি, শঙ্খ কইও, আমি তারই...





২। রুমা-বগা লেক রোড: আহা রে!







৩। বগালেক: আমার ভালাবাসা...





৪। বম মেয়ে: ময় মহাজন







৫। কেওক্রাডং-এর পথে: আমি বনও ফুল গো...





৬। চুরি হওয়া অমূল্য চম্পাফুল গাছ: বৃক্ষ কাটা হলে শোক সভা হবে...





৭। বড়দিন: সামনে পরব, তারই প্রস্তুতি...







৮। হাসিখুশী বম শিশু: আজ ইস্কুল ছুটি, তাই দল বেঁধে বেড়াতে এসেছি কেওক্রাডং-এর পাহাড়ে







৯। ও বন্ধু আমার: কেওক্রাডং-র চূড়ায় বুদ্ধজ্যোতি চাকমা ও সাংলিয়ান কার্বারি







১০। কেওক্রাডং: পাহাড়কে নতজানু হতে বলো, ওইখানে শ্যামলিমা থাকে...





---

সবাইকে ধন্যবাদ।





"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন