বুধবার, ৭ অক্টোবর, ২০০৯

আমার প্রেমিকারা - চম্পা পর্ব

আমার প্রেমিকারা - চম্পা পর্ব: "লোপার হাতে পৈত্রিক জান খানি খোয়াইতে নিয়া যে ধাক্কা আমি খাইয়াছিলাম, উহা সামলাইয়া উঠিতে সময় লাগিয়াছিল অনেক। মূলতঃ ওই সময় হইতেই আমি কন্যা প্রজাতীকে ভয় পাইতে আরম্ভ করি। বুঝিতে পারি উহারা হাসি মুখে মানব হত্যা করিতে পারে , যদিও পরে উহাদের ধারালো নখর ও সুতীক্ষ্ণ তরবারীর ন্যায় ধারালো জিহ্‌বা -..."

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন