
পছন্দের গান শুনার জন্য সিডি ক্রয়ের পাশাপাশি নেট থেকেও গান সংগ্রহ করে থাকি। কম্পিউটারে গান শুনা এবং নেট থেকে গান ডাউনলোডের জন্য যে সব ফ্রি সফটওয়ার ব্যবহার করে থাকি তা সবার সাথে শেয়ার করলাম। অনেকের কাজে লাগতে পারে।
০১. Jet Audio: এটি দিয়ে মূলত আমি CD থেকে ফাইল RIP তথা কপি করি। আমি যে ভার্শন ব্যবহার করি (j604) তাতে audio-trimmer ’ও আছে। আমার জন্য খুব প্রয়োজনীয় একটি সফটওয়ার।
০২. Winamp: খুব জনপ্রিয়। এটির নতুন ভার্শন নিয়মিত রিলিজ হয়। আমি ব্যবহার করি winamp 5.53 এবং এটিতেই আমি কমফোর্ট ফিল করি। প্লে-লিস্ট তৈরি করে ইচ্ছেমতো গান শুনা যায়।
০৩. Real Player: mp3 ফরম্যাটের পাশাপাশি rm ফরম্যাটেও নেটে গান রয়েছে। rm ফাইল শুনার জন্য এটির প্রয়োজন হয়।
০৪. Switch: rm ফরম্যাটের ফাইলকে mp3 ফরম্যাটে convert করার জন্য এটি আদর্শ সফটওয়ার। তবে rm ফরম্যাটের ফাইলকে mp3 ফরম্যাটে convert করতে হলে Real Player অবশ্যই ইনস্টলড থাকতে হবে। নতুবা ফাইল convert হবে না। অর্থাৎ এক্ষেত্রে Switch ও Real Player পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে।
০৫. Free Music Zilla: ইস্নিপস বা এ জাতীয় সাইটের গানের ডাউনলোড অপশন এনাবল নেই? কোন সমস্যা নেই! এই সফটওয়ার চালু করে গান বাজান। ফাইল ডাউনলোড হয়ে যাবে। তার আগে ঠিক করে নিন গানটি কোথায় সেভ হবে। ফাইল সেভ হবে file88.mp3 নামে। রিনেম করে নিন। তবে দিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ১০টির বেশী গান নামাতে চাইলে ডলার গুনতে হবে
০৬. Orbit Downloader: ১০টির বেশী গান নামাতে চান? চালু করে দিন Orbit। ইনস্টলেশনের সময় grab pro এনাবল করে দিন। IE’র সাথে চমৎকার কাজ করবে। গান নামান-unlimited । এছাড়া ইস্নিপস থেকে গান ডাউনলোডের ক্ষেত্রে link generator ব্যবহার করতে পারেন।
০৭. Hi-Q Recorder: নেটে গান বাজছে অথচ Zilla বা Orbit কাজ করছে না? এক্ষেত্রে কাজ করবে HQR । রেড বাটনে প্রেস করে গান ছেড়ে দিন- গান রেকর্ড হয়ে যাবে। তার আগে ঠিক করে নিন রেকর্ডকৃত গানটি কোথায় সেভ হবে। ফাইল সেভ হবে FreeHi-Q 4-5-2009_6;55;27_PM নামে। রিনেম করে নিন।
টিপস: নেটের স্পীড স্লো থাকার কারণে আমাদের দেশে কোন গানই একটানা বাজে না। তবে একবার লোড হয়ে গেলে ২য় বার একটানা বাজে। ২য় বার গানটি রেকর্ড করুন।
০৮. Core FTP Lite: Ultimatebangla নামক গানের একটি সাইট রয়েছে-যাদের সংগ্রহ বিশাল। কিন্তু এই সাইট থেকে ফাইল নামাতে গেলে FTP Client Software’র প্রয়োজন হয়। Core FTP দিয়ে এই সাইট থেকে খুব সহজে গান নামানো যাবে।
০৯. μTorrent: অনেকগুলো ফাইল compressed করে torrent ফাইল তৈরি করা হয়। μTorrent দিয়ে Torrent ফাইল ডাউনলোড করা যাবে। সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোরের বেশ কিছু দুর্লভ গান আমি এভাবে সংগ্রহ করেছি।
১০. Quick Media Converter: বিভিন্ন ধরনের ফাইল convert করার জন্য এটি অনবদ্য। যারা Youtube ভিডিও ফাইল আপলোড করতে চান তাদের এটি খুবই কাজে দিবে।
১১. mp3tag: গানের টাইটেল, শিল্পীর নাম, এ্যালবামের নাম, গানের ধরণ, কাভার আর্ট ইত্যাদি খুব সহজে এটি দিয়ে ফাইলে সংযোজন করা যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন