বুধবার, ৭ অক্টোবর, ২০০৯

কলেজের কিছু মজার ঘটনা (উৎসর্গ মলিকিউল ভাই)

কলেজের কিছু মজার ঘটনা (উৎসর্গ মলিকিউল ভাই): "মলিকিউল ভাইয়ের আজকের পোষ্টটা পড়ে এটা লেখা । যা আমার কলেজ বেলায় সংগঠিত হয়েছিল ।



ঘটনা-১ :

কলেজে তারেক নামে এক বন্ধু ছিল । বাংলা ১ম পত্রে কবি পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লেখা ছিল অনেকটা এরকম ।

'শরৎচন্দ্র/বঙ্কিম চন্দ্র (কনফিউজড আমি) যখন সাহিত্যাকাশের মধ্যগগনে তখন রবীন্দ্রনাথ ঠাকুর পতিত হলেন ।'



পরীক্ষার খাতায় তারেক লিখে দেয়, 'শরৎচন্দ্র/বঙ্কিম চন্দ্র যখন মধ্যাহ্নভোজনে ব্যস্ত তখন রবীন্দ্রনাথ ঠাকুর পতিতা নিয়ে হাজির হলেন ।'



স্যার পরীক্ষার খাতা দেয়ার দিন কী হাসি না হেসেছিলেন । এখনো হাসি এ নিয়ে ।



ঘটনা-২ :

ইন্টারে 'হৈমন্তি' গল্পটা তো সবার মনে আছে । পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছিল, হৈমন্তির শেষ পরিণতি কি হয়েছিল ? এজন্য দায়ী কে ?

আমাদের পুংটা এক বন্ধু । নাম বলতে চাই না । কারণ সেও ব্লগ পড়ে । তার উত্তর ছিল এরকম ।







'হৈমন্তি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে । অপুর সাথে বিয়ে হয় । ভালোবাসার বিয়ে । তবে হৈমন্তির কপালে সেই সুখ বেশিদিন ছিল না । ডিভোর্স হয়ে যায় । একদিন অপু হৈমন্তিকে মার্কেটে দেখে বোরকা ছাড়া । পরে বাসায় এসে রাগ করে । কথা কাটাকাটির এক পর্যায়ে সে তালাক দেয় । হৈমন্তির এই পরিণতির জন্য হৈমন্তি নিজে যেমন দায়ী ঠিক তেমনই তার স্বামী অপু । সমাজ ব্যবস্থাও সে দায়ভার এড়িয়ে চলতে পারে না ।'




আমার বন্ধুটির দোষ দিয়ে লাভ নেই । কারণ ছেলেটাকে কোনদিন পড়তে দেখিনি । ক্লাসে যা পড়ানো হয় তাই । সেখানের ১০০ভাগ আর শোনা হয় না । যা শোনা হয় তা থেকে সাহিত্য চর্চা ।



ঘটনা-৩ :

'একটি তুলসী গাছের আত্মকাহিনী' নামে ইন্টারে একটা গল্প আছে । সেই গল্পটা থেকে একটা প্রশ্ন আসে ।

'একটি তুলসী গাছের আত্মকাহিনী' গল্পটা সংক্ষেপে প্রকাশ করো । এই টাইপের একটা প্রশ্ন আসে । আমার বন্ধু রিয়াজ পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসে অনেকটা এই রকম ।







' তুলসী গাছ ঔষধী গাছ । এ গাছ থেকে অনেক ঔষধ তৈরি করা হয় । অনেক রোগী তুলসী গাছের রস খেয়ে সুস্থ হয়ে উঠে । সর্বরোগের ঔষধী গাছ তুলসী গাছ । আমাদের সিলেটের অর্থমন্ত্রী সাইফুর রহমান যদি এ গাছের তৈরি ঔষধ বিদেশে রপ্তানী করার ব্যবস্থা করেন তবে দেশ উপকৃত হবে ।



তুলসী গাছ সাধারণত হিন্দু বাড়িতে বেশি দেখা যায় । তার পিছনে কারণ হলো তুলসী গাছকে তারা ভগবান মানে । রোগ-বালাই কমান তুলসী ভগবান । আমাদের এ দেশটাকে সমৃদ্ধি করতে হলে হিন্দু-মুসলমান সবাই মিলে তুলসী গাছ রোপন করতে হবে । তারপর ঔষধ তৈরি করে বিদেশে রপ্তানী করতে হবে ।



পরিশেষে বলা যায়, পাটের পর রপ্তানী করার মতো পণ্য হলো তুলসী গাছের তৈরি ঔষধ । স্ব স্ব স্থানের প্রত্যেককে এগিয়ে আসতে তুলসী গাছকে সঠিকভাবে কাজে লাগানোর কাজে ।'




আরেকদিন আরো মজার ঘটনা বলবো ।

"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন