বুধবার, ৭ অক্টোবর, ২০০৯

আমার kiss বিষয়ক দাবী ও একটি অনুরোধ

আমার kiss বিষয়ক দাবী ও একটি অনুরোধ: "Kissing Couple



ছবির এই বিখ্যাত ''kissing couple'' মূর্তিটি লন্ডনের King's Cross St. Pancras ষ্টেশনের রাখা আছে।







আমার kiss বিষয়ক একটি দাবী




- আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সরকারী উদ্যোগে এ ধরনের ''kissing couple'' এর মতো মূর্তি স্থাপন করা হোক। যেনো আমার দেশের মানুষ শিখতে পারে ভালোবাসার মানুষ kiss করা কোন অপরাধ না, সে পাবলিক প্লেইসই হোক আর অন্য কোথায় হোক এবং অবশ্যই প্রথম ''kissing couple'' মুর্তিটি স্থাপিত হোক আমার অন্ধকার জেলা সিলেটে। কারণ এই সিলেটে মদন মোহন কলেজের সামনে আমি এক couple কে দেখছি রিক্সার হুট নামিয়ে হেসে হেসে কথা বলার জন্য শিবির নেতা ও তার সাংগপাংগ কতৃর্ক লাঞ্চিত হতে।







আমার kiss বিষয়ক একটি অনুরোধ




-

আমাদের মধ্যে যাদের সন্তান আছে, যারা সন্তানের জনক- জননী হবো, সবাই যেন আমার সন্তানটির সামনে আমি আমাদের জীবন সঙ্গীটির প্রতি ভালোবাস প্রকাশে কুন্ঠা বোধ করিনা।আমরা ''কপোত কপোতিরা'' ঝগড়া করি আমাদের সন্তানের সামনে, কিন্তু ভালবাসা প্রকাশ্যে কেন এতো কুন্ঠিত!!? বাঙ্গালি তুমি তোমার সন্তানকে সামনে রেখে তোমার প্রেয়সীকে কাছে টেনে তার ভালে একে দাও উষ্ণ চুম্বন। সম্পর্কগুলো স্বাভাবিক হোক এই কামনা...

"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন